উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান
এম এ আলিম রিপন/শরিফুল ইসলামঃ সুজানগরউপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নতুন রাস্তা এইচবিবি করণের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯জানুয়ারী) নতুন এ রাস্তা এইচবিবি করণের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
এ সময় তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মৃধা, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, তাঁতিবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস সিয়াম সাদ কনষ্ট্রাকশন এর কর্ণধার আলীমুল রেজা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায় প্রায় সাড়ে ৫২ লাখ টাকা ব্যয়ে চন্ডীপুর লাইলী মেম্বারের বাড়ীর নিকট হতে নজিরের বাড়ী পর্যন্ত ৫০০ মিটার নতুন এ রাস্তা এইচবিবি করণের কাজ করা হচ্ছে।
No comments