ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে -এমপি প্রিন্স


এম এ আলিম রিপনঃ পাবনা-৫ আসনের এমপি  গোলাম ফারুক প্রিন্স বলেছেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। 

এই লক্ষ্যে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, চিন্তার দক্ষতা এবং সমস্যা সমাধানের দক্ষতার উপযোগী হয়ে উঠতে হবে। শুধু জিপিএ-৫ অর্জন একমাত্র উদ্দেশ্য হতে পারে না। পড়াশুনার পাশাপাশি সামাজিক সচেতন মানুষ হিসেবে বড় হতে হবে। 

রোববার (১৯ জানুয়ারী) পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, নবীন বরন ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন মানবিক মূল্যবোধ, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, সহমর্মিতা, যুক্তিবাদিতা ও দেশপ্রেমের গুণাবলীতে শিক্ষার্থীদের সমৃদ্ধি হতে হবে। আমাদের উচিত হবে তাদের স্বতন্ত্র প্রতিভা বিকাশের উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়া। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে বর্তমান সরকার এই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে। 

নতুন বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও  চরতারাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান বাবু’র সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ শামছুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক ও ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ বিষয়ক সম্পাদক হিরক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, আ’লীগ নেতা কামরুজ্জামান রকি, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিকুর রহমান খান, চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক খলিলুর রহমান । 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল লতিফ, আবুল হোসেন প্রাং, আব্দুল খালেক, পাবনা পৌর আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী মিতা,স্থানীয় আওয়ামীলীগ নেতা সন্তেশ প্রাং, ঝন্টু প্রাং, সিদ্দিক প্রাং, মিরাজ,রবিউল ইসলাম রবি ও চরতারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিরব প্রাং প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল  হোসেন। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন  নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন, মোহাম্মদ ছানাউল্লাহ খন্দকার, আব্দুল খালেক, শাহনাজ পারভীন, জাহাঙ্গীর আলম,হাফিজ আল আসাদ, আব্দুল মান্নান, রেহেনা পারভিন,রাবেয়া পারভিন ,শিরিন আক্তার ও অফিস সহকারী রিজিয়া সুলতানা।

No comments

Powered by Blogger.