সুজানগরে ধর্ষণের শিকার হলেন স্কুল ছাত্রী
এম এ আলিম রিপনঃ সুজানগরে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির পিতা শনিবার (১৮ জানুয়ারী) রাতে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল লতিফ প্রাং এর ছেলে মোঃ রিয়াজ প্রাং (৩০) কে অভিযুক্ত করে সুজানগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা যায় গত বৃহস্পতিবার বিকালে মেয়েটির বাড়ীতে অন্য কেউ না থাকায় উক্ত মোঃ রিয়াজ প্রাং গিয়ে মেয়েটিকে ঘরের মধ্যে ডেকে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হলে ধর্ষক পালিয়ে যায়।
এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ধর্ষনকারীকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এবং অতি দ্রুতই তাকে থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবেন বলে জানান তিনি ।
No comments