সুজানগর ইউসিসিএ লিঃ এর বার্ষিক সভা অনুষ্ঠিত
এম এ আলিম রিপন/শরিফুল ইসলামঃ সুজানগর ইউসিসিএ লিঃ(বিআরডিবি) এর ৩৭ তম বার্ষিক সাধারণ সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০ জানুয়ারী) ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান একিউএম শামসুজ্জোহা (বুলবুল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। ইউসিসিএ লিঃ (বিআরডিবি) এর হলরুমে শুরু হওয়া সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা ও উপজেলা যুবলীগের সভাপতি রাজু আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক ইদ্রিস আলী।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক। সভাটি সঞ্চালনা করেন ইউসিসিএ লিঃ(বিআরডিবি) এর পরিদর্শক মোঃ সাচ্চু হোসেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
এ সময় সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন,সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক রায়হান আলী,তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস খন্দকার, সুজানগর ইউসিসিএ লিঃ (বিআরডিবি) এর সহ-সভাপতি মেহেদী মাসুদ, আ’লীগ নেতা ইকবাল বাহার ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলীম রিপন, বিআরডিবির জুনিয়র অফিসার (হিসাব) হাসিবুর রহমান, পরিদর্শক সাইফুল ইসলাম, লোকমান হোসেন, আজমুল হক, উচ্চমান সহকারী আবু সাইদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments