সুজানগরে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাইজিন বক্স বিতরণ
এম এ আলিম রিপনঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হাইজিন কর্নার স্থাপনের নিমিত্তে হাইজিন বক্স বিতরণ করা হয়েছে।
সোমবার (২০জানুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত হাইজিন বক্স বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে হাইজিন বক্স তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
অনুষ্ঠানে সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, শহীদ দুলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলুর রহমান, জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন ও আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন সহ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
No comments