ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

একদিনের ব্যবধানে নাজিরগঞ্জে আরো ১জন করোনায় আক্রান্ত

‍আবার করোনা
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার নাজিরগঞ্জের নওয়াগ্রামে একদিনের ব্যবধানে ইমরান খান নামক আরো এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে ঐ গ্রামের লালন হোসেনের  ছেলে ।

শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান ।

এ নিয়ে সুজানগর উপজেলায়  করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ জনে। নারায়ণগঞ্জের রুপগঞ্জের এস কে এফ কারখানায় চাকুরী করা অবস্থায় অসুস্থ হলে সেখানেই গত ২৬ তারিখে ইমরান খানের নমুনা সংগ্রহের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করা হয় ।
lockdown

এরপর ইমরান তার নিজগ্রাম সুজানগর উপজেলার নাজিরগঞ্জের নওয়াগ্রামে বৃহস্পতিবার চলে আসে। পরে আজ শনিবার সকালে ইমরানের মোবাইলে তার করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে জানিয়ে একটি মেসেজ আসে। এরপরপরই সে বিষয়টি স্থানীয় সরকারি প্রশাসনকে অবগত করে।

নাজিরগঞ্জের সমাজসেবক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ লিমন জানান বর্তমানে ইমরান তার নিজ বাড়িতেই অবস্থান করছে। এদিকে বিষয়টি জানার পরপরই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান ও পুলিশের একটি দল গিয়ে  ওই বাড়ী লকডাউন ঘোষণা করেছে ।

উল্লেখ্য গতকাল শুক্রবার একই এলাকার মোরাদ হোসেন লেবুর  করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। লেবু ও ইমরান খান দুইজন নারায়ণগঞ্জের রুপগঞ্জের  এস কে এফ কারখানায় চাকুরী করেন। এবং তারা দুইজন একই সঙ্গে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামে আসেন।

No comments

Powered by Blogger.