ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর পৌরসভার মসজিদগুলোতে প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ বিতরণের উদ্বোধন

পৌরসভার মসজিদগুলোতে অনুদান

এম এ আলিম রিপনঃ দেশের অন্যান্য স্থানের ন্যায় সুজানগর পৌরসভার মসজিদগুলোতেও পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছে সরকার। রবিবার  (৩১ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর দেওয়া সরকারি এ আর্থিক অনুদানের অর্থ মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের নিকট প্রদানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 
পৌরসভার মসজিদগুলোতে অনুদান

এ সময় সুজানগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম  মাওলানা আব্দুল মতিন, হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান, জিরো পয়েন্ট পুকুরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ  মাওলানা আলহাজ আবু ইউসুফ, সুজানগর উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম (রেজা মন্ডল), উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুদানের অর্থ বিতরণের উদ্বোধনকালে  উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ সহ  নানা কারণে  দেশের  মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিক ভাবে দান করতে পারছে না। এতে দান সহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় কমে গেছে। ফলে মসজিদের দৈনদিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। 

বিদ্যমান পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রধানমন্ত্রী শেখ  হাসিনা এ অনুদান দেন। তবে মসজিদ কমিটি এ অনুদানের অর্থ অগ্রাধিকার ভিত্তিতে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝেও বিতরণ করতে পারবে। 

সুজানগর ইসলামাকি ফাউন্ডেশন সুত্রে জানাযায় সুজানগর পৌরসভার অন্তর্গত ৪৪ টি সহ  উপজেলার ৪১৭ টি মসজিদে পাঁচ হাজার টাকা করে সরকারি এ আর্থিক অনুদান প্রদান করা হয়। এবং কোন মসজিদ বাদ পড়লে তাদের তালিকা সংগ্রহ করে সে সকল মসজিদেও এ অনুদান প্রদান করা হবে।

No comments

Powered by Blogger.