সুজানগর-পাবনা সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
এম এ আলিম রিপন, সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ সুজানগর-পাবনা সড়কে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন।
মঙ্গলবার (২৬শে) পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কৃষ্ণতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় মঙ্গলবার বিকাল ৫টার দিকে উক্ত স্থানে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলেই জানিক (৩৫) নামক এক ব্যক্তির মৃত্যু হয়। সে সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। দুর্ঘটনায় আহত অপর ৩ জনের মধ্যে ১ জনের অবস্থার অবনতি হলে প্রথমে সুজানগর এবং পরে পাবনা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিকভাবে আহত ৩ জনের মধ্যে ১ জনের বাড়ী কুচিয়ামারা, এবং অপর মটরসাইকেল অবস্থানকরা দুইজনের বাড়ী সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে বলে জানাগেছে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা অফিসার ইনচার্জ নাসিম আহমেদ জানান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুর্ঘটনার পরপরই ক্ষতিগ্রস্থ ঢাকা মেট্রো-হ ১৫-৫২১৪ এবং ঢাকা মেট্রো-২ ৩৪-৫১৭৫ নম্বরযুক্ত মটোরসাইকেল দুইটি চরতারাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় হেফাজতে দিয়েছে স্থানীয় জনতা।
No comments