দুবলিয়া পুলিশ ফাঁড়িতে পিপিই দিল আ’লীগ নেতা সিদ্দিক খান
এম এ আলিম রিপনঃ মাঠ পর্যায়ে কাজ করা দুবলিয়া পুলিশ ফাঁড়ির সকল পুলিশ সদস্যদের মাঝে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও চরতারাপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিকুর রহমান খান।
কোন বাড়িতে কেউ করোনা আক্রান্তের খবর পেলে চিকিৎসকদের পাশাপাশি পুলিশকেও তাদের খোঁজ খবর নিতে ছুটে যেতে হচ্ছে ঐ সকল বাড়ীতে। যার ফলে পুলিশের নিরাপত্তার জন্য পিপিই বেশী প্রয়োজন থাকলেও তা অনেকটাই অপ্রতুল। আর দূর্যোগকালীন এই সময়ে পুলিশ সদস্যদের পাশে দাঁড়ালেন সিদ্দিকুর রহমান খান। তার নিজ উদ্যোগে স্থানীয় দুবলিয়া পুলিশ ফাঁড়ির সকল পুলিশ সদস্যদের মাঝে প্রদান করা হয় পিপিই ।
শুক্রবার দুবলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন দাশের নিকট এ সকল পিপিই হস্তান্তর করেন সিদ্দিক খান। এ সময় ফাঁড়ির সকল পুলিশ সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা, জয় মাহমুদ জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পিপিই হস্তান্তরকালে সিদ্দিক খান বলেন দেশের এই দূর্যোগকালীন সময়েও করোনার ঝুঁকি নিয়ে প্রত্যন্ত অঞ্চলের মাঠ পর্যায়ে কাজ করে চলেছেন পুলিশ সদস্যরা। আর তাই তাদের নিরাপত্তার জন্য আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আশাকরি পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য কার্যকর হবে এসব পিপিই।
দুবলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন দাশ তাদের মাঝে এ সকল পিপিই প্রদান করায় সিদ্দিক খানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য এর আগে সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চরতারাপুর ইউনিয়নের কর্মহীন দিনমজুর অসহায় ২ হাজারের অধিক পরিবারকেও নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও চরতারাপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিকুর রহমান খান।
No comments