ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ উপহার দিলেন পৌর মেয়র আব্দুল ওহাব

এম এ আলিম রিপনঃ সকলের সাথে সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় হতদরিদ্র শিশুরাও যেন ঈদ আনন্দটা ভাগাভাগি করে নিতে পারেন সেই লক্ষে সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ আব্দুল ওহাব এর পক্ষ থেকে তাদেরকে দেয়া হয়েছে  ঈদ উপহার । 

বৃহস্পতিবার স্থানীয় মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক  শিশুর মাঝে ঈদ উপহার হিসাবে নতুন টাকা প্রদান করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ আব্দুল ওহাব। এ সময় মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, স্বেচ্ছাসেবকলীগ নেতা চাঁদু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ উপস্থিত ছিলেন। 


বিতরণকালে পৌর মেয়র আব্দুল ওহাব বলেন করোনার এই দূর্যোগকালীন সময়ে এ সকল শিশুদের পরিবার এমনিতে অনেক কষ্টে দিনযাপন করছে। তাদের পরিবারের অভিভাবকদের হয়তো সামর্থ নেই তাদের সন্তানদের জন্য চাহিদামতো কিছু কিনতে। 

তাই এ সকল সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় হতদরিদ্র শিশুরাও যেন ঈদ আনন্দটা ভালভাবে উপভোগ করতে পারে এ জন্য তাদের হাতে নগদ  নতুন টাকা প্রদান করা হয়। এছাড়া অসহায় ঐ সকল পরিবারকে সরকার ও সুজানগর পৌরসভার পাশাপাশি আমি ব্যক্তিগত উদ্যোগে  দিয়ে যাচ্ছি খাদ্য সহায়তা।

No comments

Powered by Blogger.