ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে এবার করোনায় আক্রান্ত হলেন ১ নারী


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের  শ্যমসুন্দরপুর গ্রামে প্রথমবারের মত মোছাঃ ঝরনা খাতুন (৩৫) নামে এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে ঐ গ্রামের আব্দুল আলীমের স্ত্রী। 

শনিবার এই তথ্য নিশ্চিত করেন সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান । এ নিয়ে  সুজানগর উপজেলায়  করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ জনে। তবে করোনা আক্রান্ত আগের দুইজন সুস্থ হয়ে উঠেছেন।  

গত ১১ মে ঝরনা খাতুনের নিজ বাড়ী থেকে মেডিকেল টিমের সদস্যরা  নমুনা সংগ্রহের পর রাজশাহী পাঠালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নুমনা পরীক্ষায়  গতকাল তার করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তি একজন গৃহীনী। বর্তমানে সে নিজ বাড়িতেই অবস্থান করছে। তবে পরীক্ষার পূর্বে তার শরীরে জ্বর,কাশি সহ অন্য  কোন ধরণের  লক্ষণই দেখা যায়নি বলে জানাযায় । 

উল্লেখ্য এর আগে গত ২০ এপ্রিল পাবনায় সুজানগর উপজেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয় আহম্মদপুর ইউনিয়নের  দূর্গাপুর খন্দকারপাড়া (ঘোষপাড়া ) এলাকার মোঃ সোরহাব হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেনের এবং পরবর্তীতে নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামে নতুন করে সোহেল রানা (৩২) নামক আরো একজনের শরীরে করোনা সনাক্ত হয়।  সে ওই গ্রামের মৃত হারুনর রশীদের ছেলে।

সুজানগর উপজেলায় এ নিয়ে তিনজন করোনা আক্রান্ত রুগী সনাক্ত হওয়ায় উপজেলার সকলের মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। এদিকে বিষয়টি জানার পরপরই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, সুজানগর সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম ও পুলিশের একটি দল গিয়ে  ওই বাড়ী লকডাউন ঘোষণা করেছে । 

সুজানগর হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার শরিফুল ইসলাম জানান আক্রান্ত ব্যক্তিটির পরিবারের অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে ।

No comments

Powered by Blogger.