করোনা যুদ্ধে জয়ী নাজিরগঞ্জের সোহেল রানার বাড়ীতে জেলা প্রশাসকের ঈদ উপহার
এম এ আলিম রিপনঃ করোনা যুদ্ধে জয়ী সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের সোহেল রানার বাড়িতে ঈদ উপহার পাঠালেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।
শনিবার সুজানগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের দেয়া ঐ ঈদ উপহার সামগ্রী নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের সোহেল রানার বাড়িতে পৌঁছে দেন।
এ সময় সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার শরিফুল ইসলাম, স্থানীয় সমাজসেবক ইঞ্জিনিয়ার লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এর আগে গত ১৪ তারিখে সোহেল রানার নিজ বাড়ী থেকে মেডিকেল টিমের সদস্যরা নমুনা সংগ্রহের পর রাজশাহী পাঠালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নুমনা পরীক্ষায় তার করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়।
পরে বাড়িতেই চিকিৎসা গ্রহন করে। এবং ধাপে ধাপে পরবর্তীতে ৩বার পরীক্ষার পর তার শরীরে করোনা নেগেটিভ পাওয়া যায় বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান।
No comments