ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ সাতবাড়ীয়ার হতদরিদ্র পরিবারের পাশে বিপুল
এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে সুপার সাইক্লোন আম্পান। শুধু উপকূলীয় অঞ্চলই নয় সুজানগর উপজেলায়ও এর প্রভাবে ঐদিন সন্ধ্যা থেকে দমকা ও ঝড়ো হাওয়া শুরু হয়। পাশাপাশি রাতে চলে প্রবল গতিতে ঘূর্ণিঝড় আম্পানের তান্ডব্।
এই তান্ডবে পরের ভিটাতে কোন রকমে মাথা গোজার ঠাঁই নিয়ে থাকা সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ৭৫ বছর বয়সী কুলসুম খাতুনের ছোট ঘরটিও লন্ডভন্ড হয়ে যায়। পরে সে ফাঁকা জায়গায়তেই কোন রকমে অবস্থান করছিল।
কিন্তু সমাজের অনেক বিত্তবান ব্যক্তি থাকলেও কেউ তার পাশে না দাঁড়ালেও বৃদ্ধ কুলসুমের পাশে এসে দাঁড়ান সাতবাড়ীয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও রাজশাহী বিশ্বাবিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাইফুল আলম বিপুল। শুক্রবার তিনি তার নিজস্ব অর্থায়নে বাজার থেকে নতুন ঢেউটিন এনে নতুন করে ঘর নির্মাণের ব্যবস্থা করেন। এ বিষয়ে সাইফুল আলম বিপুল বলেন হতদরিদ্র বৃদ্ধ এই মানুষটির কষ্ট দেখে আমি ঠিক থাকতে পারি নাই।
আমার বিবেকটাকে নাড়া দিয়েছে। তাই আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি অসহায় এ পরিবারটির জন্য কিছু একটা করার। তবে অসহায় এই পরিবারটির পাশে অন্যদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন আমি যতদিন বেঁচে থাকি ততদিনই যেন এভাবে অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারি এ জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
No comments