সাতবাড়ীয়া সহ বিভিন্ন ইউনিয়নের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার প্রদান
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাতবাড়ীয়া,নাজিরগঞ্জ,হাটখালী সহ বিভিন্ন ইউনিয়নের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদের পক্ষ থেকে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ।
এ সময় সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল,নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছির খলিফা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন ও উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার উপজেলা মানিকহাট ইউনিয়নের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী প্রদানকালে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এ উপহার সামগ্রী প্রদান করা হবে।
No comments