করোনা মোকাবেলায় নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী: মেয়র ওহাব
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ও টেলিফোনে সংসদ সদস্য, দলীয় নেতাকর্মী ও প্রশাসনের সাথে যোগাযোগ রাখছেন। যাতে জনগনের কোন কষ্ট না হয়। কেউ যাতে অভুক্ত না থাকে সে দিকে খোঁজ খবর রাখার জন্য নির্দেশনা দিচ্ছেন এবং প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধরনের প্রদক্ষেপ গ্রহন করেছেন।
মঙ্গলবার সুজানগর পৌরসভার অর্ন্তগত সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সাথে পৌরসভার উন্নয়ন বিষয়ক ও করোনা প্রতিরোধে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আব্দুল ওহাব আরো বলেন বিশ্বের বিভিন্ন দেশে মহামারী করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যু সংখ্যা। জ্যামিতিক হারে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে প্রতিনিয়ত। আক্রান্তের তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন এলাকা।
উৎপত্তিস্থল চীনের উহান করোনামুক্ত হলেও বাংলাদেশে আজ ভয়াবহ রুপ ধারন করেছে। সরকার পরিস্থিতি মোকাবেলায় সাধ্যমত চেষ্টা করে চলেছে। মনে রাখতে হবে এটাও একটা যুদ্ব। এ যুদ্বে আমাদের জয়ী হতে হবে। যার যা আছে তাই দিয়ে করোনার প্রভাবে বেকার জনগোষ্ঠী, অসহায় ও মধ্যবিত্ত যারা কর্মহীন হয়ে পরায় অভাবের কথা বলতে পারে না এমন মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।
এ সময় উপস্থিত ইমামদেরকেও সমাজের সকল মানুষকে সঠিক পরামর্শ প্রদানের জন্য আহ্বান জানান মেয়র আব্দুল ওহাব। পৌর সভাকক্ষে এদিন বেলা ১১টায় পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, হাবিবুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মতিন, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা মসজিদের ইমাম আব্দুল মমিন ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ ।
No comments