ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার প্রদান করল সুজানগর পৌরসভা


এম এ আলিম রিপনঃ করোনার প্রাদুর্ভাবের কারণে শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের পাশপাপাশি মহা সংকটে পড়েছে মসজিদের  ইমাম-মুয়াজ্জিনেরাও। 

প্রতি বছরের পবিত্র রমজান মাসেই বিভিন্ন ইফতার মাহফিল, দোয়া মাহফিল,পবিত্র কোরআন খতম ও তারাবী নামাজের মাধ্যমে উপার্জন করে থাকেন  তারা বাড়তি কিছু টাকা। কিন্তু পবিত্র রমজান মাসেই এ করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় তাদের সে উপার্জন অনেকটাই বন্ধ হয়ে গেছে। তারা কাউকে লোক লজ্জায় না পারছে বলতে না পারছে অন্য কিছু করে খেতে। তাই বাধ্য হয়ে অপেক্ষার প্রহর গুণছিলেন কেউ তাদের সাহায্যে এগিয়ে আসছে কিনা। 


এমতাবস্থায় সুজানগর পৌরসভার অন্তর্গত সকল মসজিদের  ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়ালো সুজানগর পৌরসভা। মঙ্গলবার (১৯ মে) পৌরসভার পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয় ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা। পৌরসভার হলরুমে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ  ঈদ উপহার সামগ্রী তুলে দেন সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব । 


পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, হাবিবুল্লাহ, আনিছুর রহমান খোকন, আবুল কালাম আজাদ, মনসুর আলী মন্টু, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মতিন, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা মসজিদের ইমাম আব্দুল মমিন ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।  

উপহার সামগ্রী প্রদান কালে পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব বলেন এই সংকটপূর্ণ মুহূর্তে ইসলাম আমাদের  শেখায় মানবিক হতে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আমাদের প্রিয় নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ (সা.) মানবসেবায় দরিদ্র ও দুস্থদের সহায়তা করেছেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে।  

মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন চুড়ান্ত পর্যায়ের।   তাই তাঁরই দীক্ষায় একে অপরের কল্যাণ ও বিপদে-আপদে একে অন্যের  পাশে থাকা ও সহযোগিতার হাত সম্প্রসারণ করাই  আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বলে জানান তিনি। উল্লেখ্য সুজানগর পৌরসভার অর্ন্তগত ৪৭টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এ ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট সুত্রে জানাযায়।

No comments

Powered by Blogger.