ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

নিজ ওয়ার্ডের অসহায় মানুষের পাশে সাবেক কাউন্সিলর সাত্তার মন্ডল


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের সংক্রমণ হতে রক্ষা পেতে সবাই গৃহবন্দি। বন্ধ হয়ে গেছে নিম্ন মানুষের আয়। এসব মান্ষু গুলো যারা দিন আনে দিন খাই তাদের বেহাল দশা। কেউ অর্ধবেলা খেয়ে কেউ বা সারাদিন না খেয়ে কোনরকমে জীবন যাপন করছে। 

এদিকে কিছু নিম্ন মধ্যবিত্ত লোকলজ্জায় অভাবের কথা বলতেও পারছেনা। সরকার যথাসাধ্য চেষ্টা করছে তাদের পাশে থাকার। কিন্তু প্রান্তিক পর্যায় সকল মান্ষুকে সাহায্য করা সরকারের একার পক্ষে সম্ভব না। তাইতো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে করোনার কর্মহীন দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে নিজ ওয়ার্ডের অসহায় পরিবারগুলোর পাশে ছুটে এসেছেন সুজানগর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার মন্ডল। 

সোমবার উক্ত ওয়ার্ডের  করোনায় কর্মহীন অসহায় মানুষদের মাঝে শারীরিক দূরত্ব বজায় রেখে  আব্দুস সাত্তার মন্ডলের নিজ উদ্যোগে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী। 

এদিন সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

এ সময় পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার মন্ডল,আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস খন্দকার, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতরণকালে আব্দুস ছাত্তার মন্ডল বলেন আল্লাহ তৌফিক ও সুযোগ দেওয়ায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি। এবং আগামীতেও তিনি তার সাধ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। 

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান আব্দুস ছাত্তার মন্ডলের মত এই দূর্যোগকালীন সময়ে সমাজের সকল বিত্তবান ব্যক্তিদের করোনায় কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

No comments

Powered by Blogger.