ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের প্রাথমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সহায়তা প্রদান


এম এ আলিম রিপনঃ সুজানগরের প্রাথমিক পর্যায়ের বেসরকারি বিভিন্ন কিন্ডার গার্ডেন ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

বুধবার পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন শিক্ষকদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন। জানাযায় দীর্ঘদিন প্রতিষ্ঠানের শিক্ষকেরা এমনিতেই  চরম সংকটের মধ্যে দিন অতিবাহিত করছিলেন। এই সময়ে  করোনা  প্রাদুর্ভাব দেখা দেওয়ায় কোচিং সেন্টার ও প্রাইভেট টিউশনীও বন্ধ রয়েছে। ফলে  এই শিক্ষকদের আয়ের সকল পথই রুদ্ধ হয়ে পড়েছে। 

এই অবস্থায় এসব শিক্ষকেরা পরিবার পরিজন নিয়ে  মানবেতর জীবন যাপন করছিলেন। এমতাবস্থায় তাদের মাঝে এ সরকারি সহায়তা প্রদান করা হয়। 

খাদ্য সহায়তা প্রদানকালে  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম, সুজানগর উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও চর দুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.