দরিদ্রদের ঈদবস্ত্র ও ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের নিজ উদ্যোগে উপজেলার হতদরিদ্র দুই হাজারের অধিক পরিবারের মাঝে ঈদবস্ত্র (শাড়ী) ও করোনায় ক্ষতিগ্রস্থ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে স্থানীয় আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
এ সময় সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, পাবনা জেলা পরিষদ সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন এই মহা দূর্যোগকালীন সময়ে আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি অসহায় মানুষদের পাশে দাঁড়াবার। অতীত ও বর্তমানের ন্যায় আগামীতেও অসহায় মানুষদের মাঝে এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের মাধ্যমে উপজেলা চেয়ারম্যানের উপহার এ ঈদবস্ত্র (শাড়ী) বিতরণ করা হয়।
No comments