সুজানগরের অসহায় ৫০০ পরিবার পেল কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মতিনের খাদ্য সহায়তা
এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাস। এই নামটি বিশ্ববাসীর কাছেই মহা আতঙ্ক। লকডাউন কিংবা সরকারি নিষেধাজ্ঞা চলছে দেশে। এজন্য বাসা-বাড়ী থেকে অনেকেই বাইরেও বের হচ্ছেন না। বর্তমানে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল ক্রমেই বড় হচ্ছে। তাছাড়া প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষজন। আতঙ্ক যেন চারদিকে। হাহাকার আর কান্নাতো আছেই পাড়ায় পাড়ায়। আর এই আতঙ্কের মুহুর্তে মানুষের হাহাকার চলছে সুজানগরেও। এমন সময়ে নাড়ির টানে সুজানগর উপজেলার কর্মহীন অসচ্ছল মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের দূর্গাপুরের কৃতি সন্তান আব্দুল মতিন ।
ঢাকায় শত ব্যস্ততার মাঝেও সবসময় মোবাইল ফোনে তিনি যোগাযোগ রাখছেন মাতৃভূমি দূর্গাপুর সহ সুজানগর উপজেলার খেটে খাওয়া মানুষগুলোর সাথেও। তাইতো করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন অসহায় মানুষদের পাশে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে করোনায় উপার্জন না থাকায় অসহায় অবস্থায় রয়েছে এমন সুজানগর উপজেলার শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে আব্দুল মতিনের ব্যক্তিগত পক্ষ থেকে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী।
রবিবার ভাঁয়না ইউনিয়নের দুর্গাপুর বিদ্যালয় মাঠে সুজানগর উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম (রেজা মন্ডলের) আয়োজনে অসহায় মানুষদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ।
এ সময় সুজানগর উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, চরদুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আ’লীগ নেতা ইকবাল বাহার, সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকাবাসী জানায়, দূর্গাপুরের সর্ব শ্রেণীর মানুষের কাছে ব্যাপক পরিচিত আব্দুল মতিন। তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা ।
নিঃস্বার্থভাবে নিজ এলাকার আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন বহু বছর। তিনি আওয়ামী লীগ পরিবারের একজন সক্রিয় সদস্য। তাইতো দূর্যোগকালীন এই সময়েও এলাকার অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি । এজন্য তাঁর প্রতি মানুষের আস্থার জায়গাও অনেক উঁচু।
এ ব্যাপারে মুঠোফোনে আব্দুল মতিন বলেন কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়ে সুখী। তবে আমি কখনো স্বার্থপর হতে শিখিনি। সব সময় চেষ্টা করেছি অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিতে। এসবের বিনিময় একদিন কিছু পাব এমন আশা আগেও করিনি, আজও করি না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই দায়িত্ববোধ থেকেই কিছু একটা করার চেষ্টা করেছি মাত্র। জানিনা কতটুকু পেরেছি। আর তিনি যেন এভাবে সারাটি জীবন অসহায় মানুষদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন এ জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় নিরলসভাবে কাজ করছে সরকার। তাই এ সময় সরকারি নির্দেশ মেনে চলার জন্য সকলকে আহ্বান জানান। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় মানুষ পড়েছে খাদ্য সংকটে ঠিক সেই মুহূর্তে আব্দুল মতিন অসহায় মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তার এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এ জনপদের মানুষ ।
উল্লেখ্য আব্দুল মতিন ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্রলীগ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখার যুগ্ন আহ্বায়ক (২০০২-২০০৪), প্রো ভিপি, ছাত্র সংসদ (২০০৩-২০০৪), পাবনা জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক (২০০৪-২০১১) এবং পরবর্তীতে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হিসাবে অত্যন্ত ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
No comments