ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

গরীব ও অসহায় মানুষেরা পেলো কামরুজ্জামান উজ্জলের ঈদ উপহার


এম এ আলিম রিপন: আর মাত্র একদিন পরেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে  মুসলিম উম্মাহর  সবচেয়ে   বড় ধর্মীয়  উৎসব পবিত্র ঈদুল ফিতর। হিসাব অনুযায়ী এবার ঈদ মুজিববর্ষের মধ্যে উদযাপিত হবে। 

মুজিববর্ষ উপলক্ষে ঈদুল ফিতরকে সামনে রেখে  সুজানগর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় গরীব দুস্থ মানুষদের মাঝে ঈদ উপহার দিলেন  বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক  ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল। 

শনিবার  কামরুজ্জামান উজ্জলের পক্ষে অসহায় মানুষদের বাড়ী বাড়ী গিয়ে এ ঈদ উপহার বিতরণ করেন আ’লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক নেতা আব্দুল মালেক মানিক, ব্যবসায়ী আব্দুল মালেক পতন, কবির মাহমুদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা শামীম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজু আহমেদ,শামীম প্রমুখ। 

এর আগে গত শুক্রবার কামরুজ্জামানের পক্ষে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেন সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ ও মানিকহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক । এ সময় স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। 

এছাড়া একই সঙ্গে পাবনা-২ আসনের  করোনায় কর্মহীন ও অসহায় ১০ হাজারের অধিক পরিবারকে গত প্রায় ২ মাস ধরে পর্যায়ক্রমে খাদ্য সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সহায়তা দিয়েছেন কামরুজ্জামান উজ্জল।

No comments

Powered by Blogger.