চরতারাপুরের অসহায় মানুষেরা পেল সরকারি ত্রাণ সহায়তা
এম এ আলিম রিপন: সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। বাংলাদেশেও হানা দিয়েছে ভাইরাসটি। এর বিস্তার রোধে সারা দেশে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠা, গণপরিবহন চলাচল। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ শ্রমজীবী। কাজ না পেয়ে তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
অসহায় এ মানুষগুলোর ক্ষুধা নিবারণে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা। এরই ধারাবাহিকতায় পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় মানুষদের মাঝেও দেওয়া হয়েছে সরকারি ত্রাণ সহায়তা।
গতকাল ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে হতদরিদ্রদের মাঝে এ ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার নিশীথ কুমার, ইউপি সচিব আসাদুজ্জামান, ইউপি সদস্য আলতাব হোসেন সহ অন্যান্য ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চরতারাপুর ইউনিয়নের ৪৭৫ টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল সরকারি ত্রাণ সহায়তা হিসাবে বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয় সুত্রে জানাযায়।
No comments