সুজানগরের বিভিন্ন এতিমখানায় উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামানের আর্থিক অনুদান প্রদান
এম এ আলিম রিপনঃ করোনা সংকটে সুজানগর উপজেলার বিভিন্ন এতিমখানার শিশুদের পাশে দাঁড়ালেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
শনিবার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি এতিমখানায় ২০ হাজার টাকা করে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
আর্থিক অনুদান প্রদানকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন করোনা সঙ্কটে বেকায়দায় পড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের পাশে দাঁড়ানো আমার নিয়মিত কার্যক্রমেরই অংশ।
তারই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এতিমখানার শিশুদের জন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
No comments