সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শোভার উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, সুজানগর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ডাঃ বেগম সুফিয়া খানম শোভার নিজ উদ্যোগে অসহায় দরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদবস্ত্র (শাড়ী) ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে সুজানগর পৌরসভার ডাঃ এ এম সলিমউল্লাহ রোডের তার নিজ বাসভবনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডাঃ বেগম সুফিয়া খানম শোভা। এ সময় ডাঃ জাহাঙ্গির হাসান, নুরজাহান বেগম, সিলভী হাসান ও সানজিয়া হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণকালে ডাঃ বেগম সুফিয়া খানম শোভা বলেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষ এখন বাইরে আসছেন না। এতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। আর এই দুঃসময়ে এলাকার অসহায় মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। তাই এ সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ ক্ষুদ্র প্রচেষ্টা।
তিনি বলেন আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি। অতীত এবং বর্তমানের ন্যায় ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এবং যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমার সাধ্যমতো সবকিছু নিয়ে এলাকার জনগণের পাশে থাকব বলেও জানান তিনি।
উল্লেখ্য ডাঃ বেগম সুফিয়া খানম শোভা মুক্তিযুদ্ধে শহীদ দুলালের বোন এবং ডাঃ এ এম সলিমউল্লাহ এর মেয়ে।
No comments