দুলাই ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে কামরুজ্জামান উজ্জলের ত্রাণ সহায়তা
এম এ আলিম রিপনঃ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল এর পক্ষ থেকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের করোনায় কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ।
এ সময় চর দুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল বাহার, মানিকহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হারুনর রশিদ বাদশা ও কবির আহমেদ সহ স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকালে সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ বলেন যতদিন এই দূর্যোগ থাকবে ততদিন পাবনা-২ আসনের অসহায় মানুষদের মাঝে আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জলের এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
No comments