সাতবাড়ীয়ার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন রবিউল ইসলাম ওবায়দুল
এম এ আলিম রিপনঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন অসহায় মানুষদের পাশে থাকার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে করোনায় উপার্জন না থাকায় অসহায় অবস্থায় রয়েছে এমন সাতবাড়ীয়া ইউনিয়নের শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে সাবেক জেলা ছাত্রদল নেতা ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ওবায়দুল এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার স্থানীয় কাচুরী গ্রামের তার নিজ বাড়ীতে অসহায় মানুষদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ৮ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পাবনা সিটি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ, আরিফুল ইসলাম,মিঠুন,সুজা উদ্দিন,সুমন ও বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণকালে সাবেক জেলা ছাত্রদল নেতা ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ওবায়দুল বলেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষ এখন বাইরে আসছেন না। এতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। আর এই দুঃসময়ে এলাকার অসহায় মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। তাই এ সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ ক্ষুদ্র প্রচেষ্টা।
তিনি বলেন আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি। অতীত এবং বর্তমানের ন্যায় ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এবং যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমার সাধ্যমতো সবকিছু নিয়ে এলাকার জনগণের পাশে থাকব বলেও জানান তিনি।
উল্লেখ্য রবিউল ইসলাম ওবায়দুল তার ভাই সাইফুল ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তায় অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
No comments