সুজানগরের অসহায় গরীব কৃষকদের মাঝে বিনামূল্যে সবজী বীজ বিতরণ
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার প্রান্তিক পর্যায়ের অসহায় গরীব কৃষকদের মাঝে বিনামূল্যে সবজী বীজ বিতরণ করা হয়েছে। করোনার এই দূর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি ইঞ্চি জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অসহায় গরীব কৃষকদের মাঝে বিনামূল্যে এ সবজী বীজ বিতরণ করা হয়।
রবিবার (৩১ মে) সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এ বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাঈম হাসান, এস এ পিপিও আলমগীর হোসেন, উপজেলা উপ সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম, সুজানগর উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম (রেজা মন্ডল) ও উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
সুজানগর উপজেলা কৃষি অফিস সুত্রে জানাযায় সুজানগর পৌরসভা সহ উপজেলার ৫৫০ জন প্রান্তিক পর্যায়ের অসহায় গরীব কৃষকদের মাঝে বিনামূল্যে এ সবজী বীজ বিতরণ করা হবে।
No comments