মানিকহাট ইউপি সচিব কন্যা ডালিয়া’র গোল্ডেন জিপিএ-৫ লাভ
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার মানিকহাট উচ্চ বিদ্যালয় থেকে এবারের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত মোছাঃ ডালিয়া আক্তার (পুষ্প) ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চায়।
সে উপজেলার মানিকহাট ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল আওয়ালের মেয়ে। তার মাতা রুপালী খাতুন একজন গৃহিনী। ভালো ফলাফলের কারণে মহান আল্লাহতায়ালার প্রতি শুকরিয়া ও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডালিয়া।
তার বড় ভাই মেহেদী হাসান বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের ২য় বর্ষে অধ্যায়নরত। ডালিয়া ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহনের পাশাপাশি একজন ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে আগ্রহী। তার লালিত স্বপ্ন পূরনে সকলের দোয়া চেয়েছেন সে।
উল্লেখ্য অষ্টম শ্রেণীর জেএসসিতে জিপিএ-৫ এবং পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতেও জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল ডালিয়া। তার বাড়ী সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের খয়রান পশ্চিমপাড়া গ্রামে।
No comments