ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু


এম এ আলিম রিপনঃ সুজানগরে করোনার উপসর্গ নিয়ে সমজদ্দিন প্রামানিক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে সুজানগর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কারিগরপাড়া এলাকার মৃত রস্তম প্রামানিকের ছেলে। 

পাবনা জেনারেল  হাসপাতালের সহকারী পরিচালক আবুল হোসেন জানান গত সোমবার করোনা উপসর্গ নিয়ে সমজদ্দিন প্রামানিক পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হলে তাকে হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা অবস্থায়  মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে  মারা যান। 

হাসপাতাল সুত্রে জানাযায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করার পরপরই  সমজদ্দিনের দেহের  নমুনা  সংগ্রহ করে  রাজশাহী ল্যাবে  পাঠানো হয়। 

কিন্তু বুধবার বিকাল পর্যন্ত  তার  নমুনার ফলাফল পাওয়া যায়নি। এদিকে সুজানগর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ এ প্রতিনিধিকে জানিয়েছেন উক্ত সমজদ্দিন বিগত কয়েক বছর ধরে কিডনী জনিত সমস্যা নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

এবং সোমবার কিডনির পাশাপাশি তার শ্বাসকষ্ট বৃদ্ধিপেলে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

No comments

Powered by Blogger.