ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সুজানগর মুক্তিযোদ্ধাদের ৩ লক্ষ ৩১ হাজার নগদ অর্থ প্রদান


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাস সংক্রমণের কারণে অসহায় গরীব মানুষদের সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেছেন সুজানগর উপজেলার মুক্তিযোদ্ধারা। 

বুধবার (৩ জুন) জেলা প্রশাসক কবীর মাহমুদ’র মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের জন্য  নগদ ৩ লক্ষ ৩১ হাজার টাকা হস্তান্তর করেন পাবনার বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বাবলু, সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মজিদ সরদার  ও  ডেপুটি কমান্ডার আলহাজ আব্দুল হাই। 

এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক আফরোজা আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ পাবনা প্রেসক্লাবের সভাপতি এ,বি,এম ফজুলর রহমান, রিপোর্টার ইউনিটের সাধারন সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বীর মুক্তিযোদ্ধা ইবাদত আলী বিশ্বাস, মতিউর রহমান, আব্দুল জব্বার, আবু বক্কার, মাহাতাব আলী, আজিজুর রহমান, আব্দুর রশিদ, আব্দুল আজিজ, আব্দুর রশিদ, মকছেদ মৃধা, আব্দুস ছাত্তার ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ  উপস্থিত ছিলেন।  

এদিকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করায় সুজানগরের মুক্তিযোদ্ধাদেরকে ধন্যবাদ জানান পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।  

এ বিষয়ে সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মজিদ সরদার  ও  ডেপুটি কমান্ডার আলহাজ আব্দুল হাই জানান  করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন অসহায় মানুষদের পাশে  থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সুজানগর উপজেলার মুক্তিযোদ্ধাদের সম্মানির ভাতার  প্রাপ্ত টাকা থেকে তারা অসহায় গরীব মানুষদের সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে  এ অর্থ প্রদান করেন। 

এবং যতদিন করোনাকালীন এই দূর্যোগ থাকবে ততদিন সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী অসহায় মানুষদের সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। 

No comments

Powered by Blogger.