ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

নাজিরগঞ্জে আবারও ২ জন সহ সুজানগরে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত


এম এ আলিম রিপনঃ এবারে সুজানগর পৌর বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী শ্রী নাড়– সাহার আপন ভাই শ্রী উত্তম কুমার সাহা সহ সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের বরখাপুর  গ্রামের মশিউর রহমান ও একই ইউনিয়নের  মোহনপুর গ্রামের আব্দুল মজিদ মন্ডল নামে  ৩ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। 

শ্রী উত্তম কুমার সাহা সুজানগর পৌর এলাকার  কালিবাড়ী পাড়ার গ্রামের স্বর্গীয় হরিপদ সাহার ছেলে, মশিউর রহমান নাজিরগঞ্জের মৃত নাদের বিশ্বাসের ছেলে ও মজিদ মন্ডল মৃত আব্দুল জলিল মন্ডলের ছেলে। মঙ্গলবার  এই তথ্য নিশ্চিত করেন সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান । 

এ নিয়ে  সুজানগর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ জনে। এর আগে গত ২৭ তারিখে তাদের নমুনা সংগ্রহের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করা হয় ।এদের মধ্যে ব্যবসায়ী উত্তম কুমার সাহা  নিজে এসে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে রির্পোটে তাদের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায় আজ মঙ্গলবার ।  

এদিকে বিষয়টি জানার পরপরই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান ও পুলিশের একটি দল গিয়ে  ওই সকল বাড়ী লকডাউন ঘোষণা করেছে বলে জানান  সুজানগর হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার শরিফুল ইসলাম ।  

এদিকে সুজানগর পৌর শহরে প্রথমবারের মত একজন করোনা রুগী শনাক্ত হওয়ায়  বাজারের  সকল ব্যবসায়ী সহ স্থানীয় মানুষদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

No comments

Powered by Blogger.