ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে অস্ত্র সহ আটক-১


এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর থানা অভিযান চালিয়ে একটি পাইপগান ও ২টি তাজা কার্তুজ  সহ বাবুল মন্ডল নামক এক ব্যক্তিকে আটক করেছে। সে উপজেলার সাগরকান্দি ইউনিয়নের কেষ্টপুর গ্রামের মো.আইজ মন্ডলের ছেলে। 

পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান গত বুধবার রাত ১০টার দিকে নাজিরগঞ্জ বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা ইন্সপেক্টর (তদন্ত) অরবিন্দ সরকার ও মোহাম্মদ হাদিউল ইসলাম অভিযান চালিয়ে একটি পাইপগান ও ২টি তাজা কার্তুজ  সহ তাকে আটক করে । আর আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সুজানগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।





No comments

Powered by Blogger.