সুজানগর পৌরসভার দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ
সুজানগর প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পাবনার সুজানগর পৌরসভার দরিদ্র মানুষদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। স্থানীয় নিজাম উদ্দিন আজগর আলী কলেজ চত্বরে বৃহস্পতিবার এ চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভিন, নিজাম উদ্দিন আজগর আলী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক তরিত কুমার কুন্ডু, আমেরিকা প্রবাসী পান্না বিশ্বাস, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, মনছুর আলী মন্টু, আনিছুর রহমান খোকন সহ অন্যান্য কাউন্সিলরগন, পৌর সচিব গোলাম নবী প্রমুখ উপস্থিত ছিলেন।
সুজানগর পৌর সচিব গোলাম নবী জানান এবারে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পৌরসভার মোট ৪ হাজার ৬শত ২১ টি দরিদ্র পরিবারের মাঝে এ ভিজিএফ এর চাউল বিতরণ করা হচ্ছে।
No comments