ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে আবারো দুর্ধর্ষ ডাকাতী, এমপি ও উপজেলা চেয়ারম্যানের ঘটনাস্থল পরিদর্শন


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের ডাঃ আলতাব হোসেনের বাড়ীতে এক ধুর্ধর্ষ ডাকাতীর ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল উক্ত বাড়ী থেকে প্রায় ১০ ভরি স্বর্ণ ও নগদ প্রায় ৫০হাজার টাকা সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। বাড়ীতে অবস্থান করা ডাঃ  আলতাব হোসেনের ভাই বাদশা হোসেন জানান তার অন্য দুই ভাই ঢাকায় থাকায় তিনি নিজেই পরিবার নিয়ে নিজ গ্রামের বাড়ি কুড়িপাড়াতে বসবাস করেন। এ সময় শুক্রবার ভোররাত ৩ টার দিকে ৫ থেকে ৭ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে তিনি সহ তার স্ত্রী ও সন্তানকে ধরে অন্য একটি রুমে আটকে রেখে প্রায় ১০ ভরি স্বর্ণ ও নগদ প্রায় ৫০ হাজার টাকা সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় বলে জানান।

এদিকে এ ঘটনার পরপরই পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) অরবিন্দ সরকার জানান তদন্তের ভিত্তিতে ডাকাতদের ধরতে  পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ দিকে ডাকাতীর এ ঘটনায়  জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেছেন সংশ্লিষ্ট প্রশাসনের নিকট পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। এছাড়া সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। 

উল্লেখ্য এর আগে গত শনিবার রাতে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের শ্রী সনত কুমার দাশের বাড়ীতে এক ধুর্ধর্ষ ডাকাতীর ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল উক্ত বাড়ী থেকে ২০ ভরি স্বর্ণ ও নগদ ২২ হাজার টাকা সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে শ্রী উজ্জল দাশ নামক এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্বক আহত করে ডাকাতদল। 

No comments

Powered by Blogger.