সুজানগরে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে আর্থিক অনুদান প্রদান
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান প্রদান করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
এ সময় উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ ও সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম শামছুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান ২০১৮-১৯ অর্থ বছরের পাবনা-২ আসনের এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে সর্বমোট ২ লাখ ৩০ হাজার টাকা উপজেলার প্রতিবন্ধী ও হতদরিদ্র ২৩টি পরিবারের মাঝে প্রদান করা হয়।
No comments