ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

এমপি ফিরোজ কবির ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান কে সংবর্ধনা প্রদান


এম এ আলিম রিপনঃ সুজানগর পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী সুজানগর মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির নতুন সভাপতি হিসাবে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির দায়িত্ব পাওয়ায় এবং  সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন কে সুজানগর মহিলা ডিগ্রি কলেজের  পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা  হয়েছে। 

রবিবার অত্র কলেজের  হল রুমে  উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত পাবনা-২ আসনের সংসদ সদস্য ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি আহমেদ ফিরোজ কবির এবং সংবর্ধিত সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 




এ সময় সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন,  কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার মুন্সী, বীর মুক্তিযোদ্ধা সুলতান প্রাং, সুজানগর উপজেলা বিএনপির সভাপতি ও অত্র কলেজ পরিচালনা কমিটির সদস্য আজম আলী বিশ্বাস, পাবনা জেলা পরিষদের সদস্য ও অত্র কলেজ পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম রেজা, বিআরডিবি’র চেয়ারম্যান ও অত্র কলেজ পরিচালনা কমিটির সদস্য একিউএম শামছুজ্জোহা বুলবুল, কলেজের, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সুজানগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান আলী মন্ডল, কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামছুজ্জামান ডন, তরিত কুমার কুন্ডু, মুরাদ, ইমরুল হক, মতিউর রহমান, প্রভাষক জাহিদুল হাসান রোজ, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম (রেজা মন্ডল), সমাজ সেবক হেদায়েতউল্লাহ ডাব্লু, রুহুল সর্দার, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আলী রেজা, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকমন্ডলী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরে অনুষ্ঠিত অত্র কলেজ পরিচালনা কমিটির মিটিং এ  গত ১৫ জুন অধ্যক্ষ আব্দুস ছাত্তার মুন্সীর চাকুরীর বয়স শেষ হওয়ায় অবসর গ্রহন করায় জাতীয় বিশবিদ্যালয়ের বিধি মোতাবেক সুজানগর মহিলা কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক শাহজাহান আলী মন্ডলকে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  হিসাবে তার উপর দায়িত্বভার অর্পণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এবং এবং একই সাথে কলেজটির ডিগ্রি শাখা এমপিওভুক্ত করার নামে ভূয়া প্রতিশ্রুতি দিয়ে কলেজের শিক্ষকদের কাছ থেকে দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা যে অর্থ নিয়েছে সেই অর্থও আইনের মাধ্যমে ফেরত আনার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।  

উল্লেখ্য গত ১০-০৭-২০১৯ ইং তারিখ রোজ বুধবার  ৪৪২৮২ নং স্মারকে জাতীয় বিশবিদ্যালয় গাজীপুর এর কলেজ পরিদর্শক ডঃ মো.মনিরুজ্জামান স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে পাবনা-২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু কে পরিবর্তন করে বর্তমানে পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির কে সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সভাপতির দায়িত্বভার প্রদান করে। 

No comments

Powered by Blogger.