সুজানগরে কমেছে দেশী পেঁয়াজের দাম
এম এ আলিম রিপনঃ গত সপ্তাহে হঠাৎ করেই বেড়ে যাওয়া পেঁয়াজের দাম বর্তমানে আবার কমতে শুরু করেছে। বুধবার সুজানগর পৌর হাটে গিয়ে দেখা যায় যে পেঁয়াজ গত রবিবারের হাটেও এক হাজার ছয়শত টাকা মণ দরে বিক্রি হয়েছে সেই একই ধরনের পেঁয়াজ বুধবারের হাটে এক হাজার টাকা মণ দরে ক্রয় বিক্রয় হয়।
পেঁয়াজ বিক্রি করতে আসা উপজেলার চরপাড়া গ্রামের আসলাম হোসেন নামক এক ব্যক্তি জানান এবারে এমনিতেই প্রচন্ড গরমে ঘরে মজুত রাখা প্রায় অর্ধেক পেঁয়াজ পচন ধরে নষ্ট হয়ে গেছে। তারপর দাম বৃদ্ধির কথা শুনে পেঁয়াজ হাটে এনে দেখছি দাম নেই। আব্দুল বারেক নামক এক পেঁয়াজ ব্যবসায়ী জানান গত কয়েকদিনে দাম বৃদ্ধির খবর শুনে অনেকেই বুধবারের হাটে পেঁয়াজ আনে বিক্রির জন্য ।
আর এদিন এ হাটে প্রচুর পেঁয়াজের আমদানি হওয়ায় দাম কমেছে। মোবারক হোসেন নামক অপর এক ব্যবসায়ী জানান ভারত থেকে গত কয়দিনে অল্প পরিমাণে পেঁয়াজ আমদানি হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছিল, তবে বর্তমানে আমদানি স্বাভাবিক হওয়ায় দাম কমতে শুরু করেছে দেশী পেঁয়াজের। আব্দুল লতিফ নামে এক ব্যক্তি জানান বর্তমানে পেঁয়াজের দাম বৃদ্ধি পেলে তো আর কৃষকের লাভ নেই, কারণ অনেক আগেই প্রায় সকল কৃষক মাঠে ফলানো তাদের উৎপাদিত পেঁয়াজ বিক্রি করে ধার দেনা পরিশোধ করেছে।
এখন যাদের ঘরে পেঁয়াজ আছে তাদের বেশিরভাগই মৌসুমী পেঁয়াজ ব্যবসায়ী।তাই এই পেঁয়াজের দাম নিয়ে যেন কেউ কারসাজি করতে না পারে সেই দিকে নজর রাখতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
No comments