ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে বজ্রপাতে ২জনের মৃত্যু


এম এ আলিম রিপনঃ সুজানগরে বজ্রপাতে সম্রাট হোসেন (১৫) নামে এক কিশোর ও জলিল সরদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

নিহত সম্রাট উপজেলার দুলাই ইউনিয়নের রাইসিমুল গ্রামের শাহজাহান হোসেনের পুত্র এবং অপরজন জলিল সরদার একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত রমজান সরদারের ছেলে। 

দুলাই মডেল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহাজাহান জানান, সম্রাট শুক্রবার দুপুর ৩টার দিকে নিজ বাড়ীর সামনে এবং জলিল সরদার গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় মারা যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুজানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম।

No comments

Powered by Blogger.