ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

পাবনার বেড়ায় বজ্রপাতে বাবা ও দুই ছেলেসহ চারজন নিহত

এম এ আলিম রিপনঃ পাবনা জেলার  বেড়া উপজেলায় (শনিবার, ১৩ জুলাই) দুপুরে বজ্রপাতে বাবা ও দুই ছেলেসহ চার কৃষকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার চাকলা ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামের মোতালেব সরদার (৫৫), তাঁর দুই ছেলে ফরিদ সরদার (২২) ও শরীফ সরদার (১৮) এবং রহম আলী (৫৫)। 





নিহতরা ঘটনার সময় পাট ধুচ্ছিলেন। নিহত ব্যক্তিদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, (শনিবার, ১৩ জুলাই) দুপুর দুটার দিকে বেড়া উপজেলার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় পাঁচুরিয়া গ্রামের কয়েকজন কৃষক পাঁচুরিয়া খেলার মাঠের পার্শ্ববর্তী খালে পাটের আঁশ ছাড়াচ্ছিলেন। 
দুপুর সোয়া দুটার দিকে সেখানে হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মোতালেব সরদার, ফরিদ সরদার, শরীফ সরদার ও রহম আলী মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.