পাবনার বেড়ায় বজ্রপাতে বাবা ও দুই ছেলেসহ চারজন নিহত
এম এ আলিম রিপনঃ পাবনা জেলার বেড়া উপজেলায় (শনিবার, ১৩ জুলাই) দুপুরে বজ্রপাতে বাবা ও দুই ছেলেসহ চার কৃষকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার চাকলা ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামের মোতালেব সরদার (৫৫), তাঁর দুই ছেলে ফরিদ সরদার (২২) ও শরীফ সরদার (১৮) এবং রহম আলী (৫৫)।
নিহতরা ঘটনার সময় পাট ধুচ্ছিলেন। নিহত ব্যক্তিদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, (শনিবার, ১৩ জুলাই) দুপুর দুটার দিকে বেড়া উপজেলার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় পাঁচুরিয়া গ্রামের কয়েকজন কৃষক পাঁচুরিয়া খেলার মাঠের পার্শ্ববর্তী খালে পাটের আঁশ ছাড়াচ্ছিলেন।
দুপুর সোয়া দুটার দিকে সেখানে হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মোতালেব সরদার, ফরিদ সরদার, শরীফ সরদার ও রহম আলী মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
No comments