সুজানগরে চোরাই ৫টি মোটরসাইকেল সহ চোর চক্রের ৩ সদস্য আটক
এম এ আলিম রিপনঃ পাঁচটি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ জন সদস্যকে আটক করেছে পুলিশ। (১২জুলাই) শুক্রবার এবং শনিবার সুজানগর ও আমিনপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ।
আটককৃতরা হলেন সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর দুলাই গ্রামের বাবলু শেখের ছেলে জুয়েল(২৬), সাঁথিয়ার উপজেলার এন্দ্রাকপুর গ্রামের ইয়াছিন খার ছেলে সাগর খান(২০) ও কাবারীকোলা গ্রামের কাজেম শেখের চেলে সাগর খান(১৯)। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত এ্যাপাচি আরটিআর-(২) টি, পালসার-(২) টি এবং প্লাটিনা-(০১) টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর) সার্কেল মোঃ ফরহাদ হোসেন জানান পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম এবং পাবনা অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে পুলিশ সুপার পদে পদ্দোন্নতিপ্রাপ্ত (প্রশাসন ও অপরাধ) গৌতম কুমার বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল চক্রের ৩ সদস্যকে আটক করা সহ উক্ত ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ সময় পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর) সার্কেল মো.ফরহাদ হোসেন আরো জানান সংঘবদ্ধ মটরসাইকেল চোর চক্রের অপর সদস্যদের ধরতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। সুজানগর থানা ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম জানান আটককৃতদের বিরুদ্ধে সুজানগর থানায় মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য এর আগে জুলাই মাসের গত ২ তারিখে সংঘবদ্ধ মটরসাইকেল চোর চক্রের আরও ৩ জন সদস্যকে আটক করে সুজানগর থানা পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার মানিকদীর এলাকার আব্দুল গফুর শেখের ছেলে আব্দুল আওয়াল বিলাই (২২), সাতবাড়ীয়া ইউনিয়নের মুজাহিদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে মোঃ হাবিব এবং অপরজন হলেন ভাঁয়না ইউনিয়নের চরপাড়া এলাকার আলহাজ্ব শাহজাহান আলী মাষ্টারের ছেলে মোঃ শামীম বিশ্বাস। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করে। বর্তমানে তারা পাবনা জেল হাজতে রয়েছে।
No comments