সুজানগরে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুজানগর প্রতিনিধিঃ সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় এবং মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সুজানগর পৌর মেয়র ও অত্র বিদ্যালয়ের সভাপতি আলহাজ মো.আব্দুল ওহাব।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন এবং সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন।
অনুষ্ঠানে শামছুর রহমান ও বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান আরজু সহ অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামান জর্জ।
No comments