আবুল কাশেম বিদ্যালয় পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা পরিষদের সাবেক সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত আবুল কাশেমের নামে সুজানগর পৌর সদরে ২০১৮ সালে প্রতিষ্ঠিত আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন নবাগত পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়টির প্রতিটি শ্রেণী কক্ষে গিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে বিদ্যালয়টির পড়াশুনার মান নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।
এ সময় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীনুজ্জামান শাহীন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, মশিউর রহমান খান, এস এম শামছুল আলম, হাবিবুর রহমান, আমিন উদ্দিন, আমিনুল ইসলাম, জিএম তৌফিকুল ইসলাম পিযুষ, শাহীন চৌধরী, আব্দুল মতিন মৃধা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য একিউএম শামছুজ্জোহা বুলবুল, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments