বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে--জেলা প্রশাসক
এম এ আলিম রিপনঃ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বলে জানিয়েছেন নবাগত পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। সোমবার সুজানগর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন বর্তমান সরকার শহর ও গ্রামের বৈষম্য দূরীকরণে কাজ করছে।
সরকার গৃহিত ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে সকলকে সচেষ্ট হতে হবে। দূর্নীতি উন্নয়ন কাজের অন্তরায় তাই দূর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে, স্বচ্ছতা-জবাবদিহীতা নিশ্চিত করে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি কাজ কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় সুজানগরের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা সহ সকল ধরণের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান জেলা প্রশাসক কবীর মাহমুদ। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র আব্দুল ওহাব।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোছাঃ রানুয়ারা খাতুন, থানা ইনস্পেক্টর(তদন্ত) হাদিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, শিক্ষা অফিসার মিনা পারভিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, মশিউর রহমান খান, এস এম শামছুল আলম, হাবিবুর রহমান, আমিন উদ্দিন, আমিনুল ইসলাম, জিএম তৌফিকুল ইসলাম পিযুষ, শাহীন চৌধরী, আব্দুল মতিন মৃধা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,সুলতান প্রাং, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, সুজানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, নাজিরগঞ্জ কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার মুন্সী, সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী তরিত কুমার কুন্ডু,আ’লীগ নেতা রাজা হাসান, রেজা মন্ডল, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামান জর্জ।
No comments