ম্যাব আঞ্চলিক কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় সুজানগর পৌর মেয়রকে সংবর্ধনা
এম এ আলিম রিপনঃ মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সুজানগর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) এর সুজানগর পৌরসভা কমিটির সভাপতি ও পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত (ম্যাব) আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) এর সুজানগর পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ পৌরসভা কঞ্জারভেন্সী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও সুজানগর পৌরসভার কঞ্জাভেন্সী ইন্সপেক্টর হাসান উদ্দিন, পৌরসভার স্টাফ মাহমুদুল হাসান, বাবুল হোসেন, মাসুদ রানা, হেদায়েতুল ও আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত মেয়র আলহাজ আব্দুল ওহাব তিনি তার বক্তব্যে তার উপর অর্পিত দায়িত্ব যেন তিনি সঠিকভাবে পালন করতে পারেন এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। এর আগে গত শনিবার পাবনার বেড়া পৌরসভা মিলনায়তনে রাজশাহী বিভাগের ৬১টি পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সচিবদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় নতুন এ কমিটি গঠিত হয়।
উল্লেখ্য রাজশাহী বিভাগের ৮টি জেলার ৬১টি পৌসভাকে নিয়ে রাজশাহী এবং বগুড়া ২টি অঞ্চল গঠিত হয়। এর মধ্যে বগুড়া,পাবনা সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলার ৩৪টি পৌরসভার সমন্বয়ে মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) বগুড়া অঞ্চল গঠিত হয়।
No comments