শান্তিপুরে হতাহতদের পরিবারকে সুজানগর উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের শান্তিপুর গ্রামে সম্প্রতি ভাতিজার ছুরিকাঘাতে নিহত আপন দুই চাচা মো.আবু তালেব ও মো.কালাম হোসেনের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার সুজানগর উপজেলা পরিষদের পক্ষ থেকে নিহত ২টি পরিবারের মাঝে নগদ ১০হাজার টাকা করে সর্বমোট ২০ হাজার টাকা এবং একই সঙ্গে আহত জামাল ও শাহজাহান কে নগদ ৫হাজার টাকা করে সর্বমোট ১০ হাজার টাকার এ আর্থিক অনুদান প্রদান করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
এ সময় দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, আইন বিষয়ক সম্পাদক রায়হান আলী, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস খন্দকার, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে এ ধরণের হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
একই সাথে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উল্লেখ্য গত ২৪ জুন বুধবার নিজ বাড়ির আঙ্গিনায় একটি গাছ উভয়পক্ষ তাদের সিমানায় দাবি করার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাতিজা রিপনের ধারালো অস্ত্রের আঘাতে আপন চাচা মো.কালাম হোসেন খুন হন।
এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে আবু তালেব নামে আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই ভাতিজা রিপনকে আটক করে পাবনা জেল হাজতে পাঠিয়ে দেয় সুজানগর থানা পুলিশ।
No comments