সাংবাদিক রিপন কে সিনসা সম্মাননা স্বারক প্রদান
স্টাফ রিপোর্টারঃ সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন কে সিনসা সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। পত্রিকাটিতে গত এক বছরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ের উপর সর্বাধিক সংবাদ প্রেরক হিসাবে তাকে এ সম্মাননা স্বারক প্রদান করা হয়।
শনিবার (০৬) জুলাই পাবনা জেলা পরিষদ রশিদ হলে দৈনিক সিনসা এর ১৩ বছর পূর্তি অনুষ্ঠানে পাবনা- ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স প্রধান অতিথি হিসাবে সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক সমকালের উপজেলা সংবাদদাতা ও দৈনিক সিনসার সুজানগর প্রতিনিধি এম এ আলিম রিপন এর হাতে এ সম্মাননা স্বারক তুলে দেন ।
এ সময় পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, জেলা পরিষদ পাবনার প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিৎ নাগ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, রিপোর্টাস ইউনিটি পাবনার সভাপতি ও বিশিষ্ট কলাম লেখক হাবিবুর হমান স্বপন, ক্যাব পাবনা সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, জেলা শিক্ষা অফিসার মো. মোসলেম উদ্দিন, পাবনা কলেজের অধ্যক্ষ (অব:) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এছাড়াও সংবাদ প্রেরক সংস্থা হিসেবে বার্তা সংস্থা পিপ এর প্রধান সম্পাদক এবিএম ফজলুর রহমান ও নারী সাংবাদিক রেজিনা খানম কে সিনসা সম্মাননা স্বারক দেয়া হয়।
No comments