ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

পৃথিবীর অনেক দেশকে ছাড়িয়ে বিশ্বের বিস্ময় হয়েছে বাংলাদেশ--এমপি ফিরোজ কবির

 এম এ আলিম রিপন: পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের প্রশাসন ব্যবস্থা, আর্থ-সামজিক অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়নে কাজ করছে। প্রচলিত জায়গা থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী দেশকে এমন এক জায়গায় নিয়ে এসেছেন, যা পৃথিবীর অনেক দেশকে ছাড়িয়ে বিশ্বের বিস্ময় হয়েছে বাংলাদেশ। এ ধারাবাহিকতায় আগামি ৫ বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে ইনশাল্লাহ। শনিবার (০৬ জুলাই) সুজানগর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন এই দেশ আমাদের সকলের। সবাই মিলে বাংলাদেশকে গড়তে হবে। দেশের ভালোর জন্য প্রয়োজনে আমাকে আমার সব দিতে হবে-এমন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। সর্বপরি দেশের কল্যাণেকাজ করতে হবে বলেও জানান তিনি।

 আর উন্নয়নমূলক কাজের উদ্বোধন কালে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। কিন্তু দূভার্গ্য আমাদের বঙ্গবন্ধুকে বাঁচতে দেওয়া হলো না। তারপর ৭৫ পরবর্তী ২১ বছর সময় নষ্ট হলো, এই ২১ বছর মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে দমিয়ে রাখা হলো, আমাদের দেশের জন্য কাজ করতে দেয়া হয়নি।পরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর আবারো আমাদের এই দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

দিনব্যাপি উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে এ সময় সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ,উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান,সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম,হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান,ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো,সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম (রেজা মন্ডল), কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনকৃত উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে ছিল উপজেলার হেমরাজপুর ও কন্দর্পপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন এবং হাটখালী ও নাজিরগঞ্জ ইউনিয়নের নতুন রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন সহ অন্যান্য উন্নয়ন মুলক কাজ।  

No comments

Powered by Blogger.