সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন কে সংবর্ধনা প্রদান
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন কে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, উপজেলা কুষকলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, বিদ্যালয়টির অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযাদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা সুলতান প্রাং প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মাঝে সুজানগর উপজেলা বিএনপির সভাপতি আজম আলী বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো,সুজানগর প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম (রেজা মন্ডল), কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিলিপ কুমার, সিনিয়র সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, লিয়াকত আলী লিটন, কাজেম উদ্দিন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন তিনি তার বক্তব্যে সুজানগরের সার্বিক উন্নয়নে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। আর এ জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।উল্লেখ্য সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন এর পিতা সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত আবুল কাশেম ১৯৯৬ সাল থেকে ২০১৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত একটানা ২০ বছর এবং আশির দশকেও একাধিকবার এ বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুর পর বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তারই কনিষ্ঠ পুত্র সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
No comments