ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর নতুন এলাকা পরিচালক আবু বকর


এম এ আলিম রিপনঃ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সুজানগর পৌরসভা, তাঁতীবন্দ, ভাঁয়না, সাতবাড়িয়া, পাবনা সদর উপজেলার চরতারাপুর ও সাদুল্লাপুর ইউনিয়ন নিয়ে গঠিত (৬) নং এলাকার নতুন পরিচালক হিসাবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন মোঃ আবু বকর শেখ। সে সুজানগর পৌরসভার চরভবানীপুর (বাগানপাড়া) এলাকার বাসিন্দা। 

এর আগে উক্ত ইউনিয়নগুলো নিয়ে গঠিত ৬ নং এলাকার  পরিচালক নির্বাচিত করার জন্য  নির্বাচনের সময়সূচি প্রকাশ করে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্তৃপক্ষ। সেই আলোকে  ৬ নং  এলাকার পরিচালক পদে  সাবেক এলাকা পরিচালক আব্দুল আলিম যতিন, ফিরোজ হোসেন এবং আবু বকর মনোনয়ন পত্রের ফর্ম সংগ্রহ করে  গত ৭-১২-২০১৯ তারিখ দাখিল করেন। 

১২-১২-২০১৯ মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকায়  ৩জন প্রার্থীই বৈধ প্রার্থী হিসাবে বিবেচিত হয়। পরে  ১৫-১২-২০১৯ তারিখ রোজ রবিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে সাবেক এলাকা পরিচালক আব্দুল আলিম যতিন ও  ফিরোজ হোসেন  তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে  নির্বাচনে একক প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ আবু বকর শেখ  আগামী ৩ বছরের জন্য এলাকা পরিচালক হিসাবে নির্বাচিত হন।  

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ সুজানগর জোনাল অফিসের ডিজিএম রমেন্দ্র চন্দ্র রায় জানান নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার  পরে  আগামী ২৯-০১-২০২০ তারিখ  সমিতির সদর দপ্তরে বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে নতুন পরিচালক হিসাবে আবু বকরের যাত্রা শুরু হবে।  

এদিকে বিনা প্রতিদ্বন্দিতায় আবু বকর এলাকা পরিচালক নির্বাচিত হওয়ায়  সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব সততা, ন্যায়, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে পারেন এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

No comments

Powered by Blogger.