সুজানগরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) অত্র বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সাইদুর রহমান, তঁতিবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আওয়াল খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মজিবুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল মমিন।
এর আগে সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম।
No comments